ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে ৩৩ কোটি টাকার বাজেট অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
ববিতে ৩৩ কোটি টাকার বাজেট অনুমোদন

বরিশাল: ২০১৮-১৯ সালের অর্থবছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৩২ কোটি ৯৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাস করা হয়েছে।

শনিবার (৩০ জুন) ববির ঢাকাস্থ লিঁয়াজো অফিসে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৬ তম সভায় এ বাজেট পাস করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাসহ বিবিধ কার্যক্রম পরিচালনায় আগামী ২০১৮-১৯ অর্থবছরের ব্যয়ের হিসাব এই বাজেট।

সিন্ডিকেটের ৫৬ তম সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ পরিচালক ফয়সাল মাহমুদ রুমী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজেটের বিষয়টি নিশ্চিত করা হয়।  

চলতি বছরের ২৯ জুনে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অর্থ কমিটির ২৪ তম সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৩২ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়।

সভায় উপস্থিত অর্থ কমিটির সব সম্মানিত সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাছে উপস্থাপনের সুপারিশ করেন।

উপাচার্য সভাপতিত্বে সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরাসহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।