ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ৬৬ জন পিএইচডি ও ৬ জনের এমফিল ডিগ্রি লাভ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
জাবিতে ৬৬ জন পিএইচডি ও ৬ জনের এমফিল ডিগ্রি লাভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৬৬ জন পিএইচডি এবং ৬ জনকে এমফিল ডিগ্রি প্রদান করেছে।

বুধবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সালাম সাকলাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের ১৩৩তম সভার সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটের বিশেষ সভায় ৬৬ জনকে পিএইচডি এবং ৬ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়েছে।

পিএইচ.ডি ডিগ্রিধারীরা হলেন: 

মো. আবু তালেব (পরিসংখ্যান বিভাগ) 
কল্পনা হেনা রুমি (বাংলা বিভাগ), 
সানজিদা ইসলাম (বাংলা বিভাগ)
এ কে এফ এম আমীর হোসেন (ইংরেজি বিভাগ)
আবদুর রহমান (ইতিহাস বিভাগ)
সাহিদা খানম (ইতিহাস বিভাগ)
ফারহানা শরীফ (ইতিহাস বিভাগ)
এ কে এম জয়নুল আবেদীন (ইতিহাস বিভাগ)
মোহাম্মদ জহুরুল ইসলাম (ইতিহাস বিভাগ)
আবুল খায়ের মোহাম্মদ রেজভী মাহমুদ (ইতিহাস বিভাগ)
অসীম কুমার নট্ট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ)
ফাহিমা আক্তার (দর্শন বিভাগ)
মো. মাহমুদ হোসেন (প্রত্নতত্ত্ব বিভাগ)
মো. মোয়াজ্জেম হোসেন (প্রত্নতত্ত্ব বিভাগ)
আশিক মাহমুদ (প্রত্নতত্ত্ব বিভাগ)
রওশানা পারভীন (প্রত্নতত্ত্ব বিভাগ)
মোর্শেদা বেগম (প্রত্নতত্ত্ব বিভাগ)
মো. আবদুস শহীদ (প্রত্নতত্ত্ব বিভাগ)
মো. ফারুক হোসেন খান (সরকার ও রাজনীতি বিভাগ)
গাজী মনিবুর রহমান (সরকার ও রাজনীতি বিভাগ)
আসমা আলী (সরকার ও রাজনীতি বিভাগ)
মো. শহীদুল ইসলাম ভূঁইয়া (সরকার ও রাজনীতি বিভাগ)
মো. মিলন হোসেন (সরকার ও রাজনীতি বিভাগ)
রওশন আরা রুমকি (সরকার ও রাজনীতি বিভাগ)
সুলতানা কাদের (সরকার ও রাজনীতি বিভাগ)
মো. জুয়েল হোসেন দেওয়ান (সরকার ও রাজনীতি বিভাগ)
লিটন কান্তি হালদার (সরকার ও রাজনীতি বিভাগ)
শেখ আসিফ শাহরিয়া মিজান (সরকার ও রাজনীতি বিভাগ)
সালমা সুলতানা (সরকার ও রাজনীতি বিভাগ)
মো.আয়াতুল ইসলাম (সরকার ও রাজনীতি বিভাগ)
মো. গোলাম কবীর (সরকার ও রাজনীতি বিভাগ)
মিজানুর রহমান (লোকপ্রশাসন বিভাগ)
ইকবাল মাহমুদ (লোকপ্রশাসন বিভাগ)
মোহাম্মদ আসাদুজ্জামান (ভূগোল ও পরিবেশ বিভাগ)
কাজী ইকবালুর রশীদ (ভূগোল ও পরিবেশ বিভাগ)
সৈয়দ খালেদা মুহেব (ভূগোল ও পরিবেশ বিভাগ)
এস এম ফারুক হোসেন (ভূগোল ও পরিবেশ বিভাগ)
মো. বিল্লাল হোসেন (ভূগোল ও পরিবেশ বিভাগ)
হারাধন সরকার (অর্থনীতি বিভাগ)
মনসুরা জামান (অর্থনীতি বিভাগ)
মিয়া মুহাম্মদ মুস্তাফিজ মুনীর (অর্থনীতি বিভাগ)
ফরিদা খানম (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ)
মো. জাহাঙ্গীর আলম (পদার্থবিজ্ঞান বিভাগ)
বাপী গুহ (পদার্থবিজ্ঞান বিভাগ)
মো. শামীম হাসান ভূঁইয়া (পদার্থবিজ্ঞান বিভাগ)
পলাশ চন্দ্র কর্মকার (পদার্থবিজ্ঞান বিভাগ)
মো. কামরুজ্জামান (পদার্থবিজ্ঞান বিভাগ)
মো. জাকির হোসেন (পদার্থবিজ্ঞান বিভাগ)
মো. মাসুদ রানা (পদার্থবিজ্ঞান বিভাগ)
পরিমল চন্দ্র ঘোষ (রসায়ন বিভাগ)
নাছিমা খান (রসায়ন বিভাগ)
মোহাম্মদ জুলহাস আলী মিয়া (রসায়ন বিভাগ)
নীহার পারভীন (রসায়ন বিভাগ)
মোহাম্মদ আব্দুল কাদের (রসায়ন বিভাগ)
মোহাম্মদ মাজেদুল হক (রসায়ন বিভাগ)
হাছিনা বেগম (রসায়ন বিভাগ)
সমীর কুমার সরকার (পরিবেশ বিজ্ঞান বিভাগ)
মো. নুরুল আমিন (প্রাণিবিদ্যা বিভাগ)
নিলুফার ইয়াসমিন (প্রাণিবিদ্যা বিভাগ)
তাহমিনা আক্তার (প্রাণিবিদ্যা বিভাগ)
মোম্মাদ জগলুল হায়দার ইকবাল (প্রাণিবিদ্যা বিভাগ)
ইন্দ্রানী ধর (প্রাণিবিদ্যা বিভাগ)
মো. আবদু রাজ্জাক (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ)
মো. নূর জাহিদ (উদ্ভিদবিজ্ঞান বিভাগের)
নারগীস সুলতানা (ফার্মেসি বিভাগ)
মো. হাসান কাউসার (ফার্মেসি বিভাগ)

এম ফিল ডিগ্রিধারীরা হলেন: 
ইংরেজি বিভাগের মাসরুর শাহিদ হোসেন, ইতিহাস বিভাগের মোছা. সানজিদা পারভীন, গণিত বিভাগের মো. আশরাফুল আলম, প্রাণিবিদ্যা বিভাগের রাসেল আহমেদ, প্রত্নতত্ত্ব বিভাগের মোহাম্মদ আবু আল হাসান এবং  লোকপ্রশাসন বিভাগের মনির উদ্দিন সিকদার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গবেষক এবং সংশ্লিষ্ট গবেষণা তত্ত্বাবধায়কগণকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এনএএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।