ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে ইংরেজির ধাক্কা, কমেছে পাসের হার

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
যশোর বোর্ডে ইংরেজির ধাক্কা, কমেছে পাসের হার

যশোর: সারাদেশের মতো যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি’তে ইংরেজি বিষয়ে পাসের হার কম হওয়ায় সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে। বোর্ডে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের তুলনায় মানবিকে অন্য দুই বিভাগের তুলনায় তিনগুণ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

যশোর বোর্ড সংশ্লিষ্টরা বাংলানিউজকে বলেন, সারাদেশের মতো যশোর বোর্ডেও সব বিভাগ মিলে কমপক্ষে ৩৫ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট শিক্ষার্থীর চেয়েও মানবিকে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় তাদের পাসের হার কম হয়েছে।

 

পাসের হার তুলনামূলক কম হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বলেন, সারাদেশেই ইংরেজি বিষয়ে পাসের হার কম হয়েছে, এটা শুধুমাত্র যশোর বোর্ডের ব্যাপার না। মনে করছি, ছাত্র-ছাত্রীদের কাছে দ্বিতীয় পত্র কঠিন মনে হয়েছে। ওরা ইংরেজি দ্বিতীয় পত্রে উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেনি বলে মনে হয়েছে। ইংরেজিতে ৩৫ শতাংশ শিক্ষার্থী ফেল করায় সার্বিক ফলাফলে প্রভাব বিস্তার করেছে।  তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্য তুলনামূলক ভালো।  

গত বছরের তুলনায় কয়েক শ’জিপিএ-৫ কমলেও সার্বিকভাবে এর ফলাফল ভালো। তিনি আরও বলেন, এবার প্রশ্নফাঁসরোধে সরকার কঠোর অবস্থানে ছিলো। সবার সহযোগিতায় প্রশ্নফাঁস ছাড়াই পরীক্ষা হয়েছে।  

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৩টি কলেজ থেকে ১ লাখ ৯ হাজার ৬৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৬৬ হাজার ২৫৮ জন পাস করেছে। যার মধ্যে ৩১ হাজার ৬৫২ জন ছাত্র এবং ৩৪ হাজার ৬০৬ জন ছাত্রী। এছাড়াও পরীক্ষা চলাকালে ৩৫ জন ছাত্র ও ১২ জন ছাত্রী মিলে ৪৭ জন বহিষ্কার হয়েছিলো।  

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, যশোর শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে মাত্র ৬০ দশমিক ৪ ভাগ। গত বছর অর্থাৎ ২০১৭ সালে পাসের হার ছিলো ৭০ দশমিক ০২ এবং ২০১৬ সালে পাসের হার ছিলো ৮৩ দশমিক ৪২ শতাংশ। চলতি বছর জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ৮৯ জন। অথচ গত বছরও যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিলো ২ হাজার ৪শ’৪৭ জন।  

ফলাফল থেকে জানা যায়, এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১৯ হাজার ৩শ’৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৬শ’১৮ জন। পাসের হার ৮০ দশমিক ৩২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫শ’৮৪ জন।  

মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৮ হাজার ৮শ’৯৮ জন। পাস করেছে ৩৫ হাজার ৭শ’২৮ জন। পাসের হার ৫১ দশমিক ৮৬ ভাগ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩শ’৩৮ জন।  

ব্যবসায় শিক্ষা বিভাগের ২১ হাজার ৪শ’৯০ জন ছাত্র ছাত্রীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৯শ’১২ জন। পাসের হার ৬৯ দশমিক ৩৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১শ’৬৭ জন ছাত্রছাত্রী।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ