ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েট শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন হট্টগোলে পণ্ড

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
রুয়েট শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন হট্টগোলে পণ্ড সংবাদ সম্মেলন পণ্ড

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন সাবেক শিক্ষার্থীদের হট্টগোলে পণ্ড হয়ে গেছে।

একজন ‘প্রকৌশলী শিক্ষাবিদ’কে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বুধবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই মাস ধরে শূন্য থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে একজন ‘প্রকৌশলী শিক্ষাবিদ’কে নিয়োগ দেওয়ার দাবিতে শিক্ষক সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা জড়ো হতে থাকেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের তাদের দাবির পক্ষে সংবাদ বিজ্ঞপ্তি দেন।

বিকেল সোয়া ৫টার দিকে রুয়েটের সাবেক শিক্ষার্থীরাও সেখানে আসেন। একপর্যায়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাককে সেখানে দেখে সাবেক শিক্ষার্থী প্রতীক কুমার ঘোষসহ চার থেকে পাঁচজন উচ্চবাচ্য করে সাবেক শিক্ষার্থীদের বেরিয়ে যেতে বলেন।  

এসময় প্রতীক কুমার জোর গলায় বলেন, ‘রাজ্জাক কেনো এখানে এসেছে? সবাই চলে এসো। ’ তাদের শোরগোলের কারণে শিক্ষকরাও সেখান থেকে বেরিয়ে যান।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শামীমুর রহমান বাংলানিউজকে জানান, ‘আমাদের দাবিতে সমর্থন জানাতে সাবেক শিক্ষার্থীরা এসেছিলেন। তারা বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য। সেখানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে দেখে সাবেক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ’

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পরিষদ শাখার উপ-রেজিস্ট্রার আল বিরুনী ফারুক বাংলানিউজকে জানান, ‘সাবেক শিক্ষার্থীরা এসেছেন মূলত আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে গণসংযোগ করার জন্য। সংবাদ সম্মেলনে শিক্ষকরা মিলিত হচ্ছেন জেনে আমরা সেখানে প্রচারণায় গিয়েছিলাম। বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক আব্দুর রাজ্জাককে দেখে আমরা অনুষ্ঠানস্থল ত্যাগ করি। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শামীমুর রহমান, যুগ্ম-সম্পাদক রবিউল আওয়াল, কোষাধ্যক্ষ জগলুল সাদাত, সদস্য আলী হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ