ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ-মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
ঢাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ-মিছিল কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ-মিছিল, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): প্রজ্ঞাপনসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি কলা ভবন, বিজনেস অনুষদ, মল চত্বর ও মুহসীন হলের সামনে দিয়ে টিএসসি হয়ে শহীদ মিনার অভিমুখে যাচ্ছে।

রাজু ভাস্কর্যে সামনে গিয়ে শেষ হবে মিছিলটি।

এর আগে গত ৩০ জুন গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় ঢাবির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র নুরুল হক নূরসহ বেশ কয়েকজনের ওপর হামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ