ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি কলাভবন, মধুর ক্যান্টিন, কার্জনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, নিরাপদ সড়ক, হামলার বিচার চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের পেছনে অবস্থান নিয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।

ঢাবির শিক্ষার্থী সামান্তা শারমিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কর্মসূচিতে আসার কথা ছিল। কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। আমরা নিরাপদ সড়ক চাই। পাশপাশি হামলাকারীদের বিচার ও নৌমন্ত্রীর পদত্যাগ চাই।

অপরদিকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ছাত্র ইউনিয়নের এক নেতাকে মারধর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ