ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নয় দফা দাবিতে নোবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
নয় দফা দাবিতে নোবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ প্রশাসনিক ও একাডেমিক ভবনে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিচ্ছেন

নোয়াখালী: নয় দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যের কার্যালয়সহ প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উপাচার্য এম অহিদুজ্জামান।

শিক্ষার্থীদের নয় দফার মধ্যে আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ নির্ধারণের দফাগুলো রয়েছে।

আন্দোলনরত একাধিক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। দাবি নিয়ে আগে আন্দোলনও হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি অগ্রাহ্য করে আসছে। এতে বাধ্য হয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দর ব্যানারে নয় দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ