ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সন্ত্রাস-মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
সন্ত্রাস-মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে পটুয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল গেটে জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

এ সময় কতিপয় বহিরাগত যুবক ক্যাম্পাসের বাইরে উপস্থিত হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কলেজের অধ্যক্ষ এবং জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্থানীয় কিছু বহিরাগত যুবক প্রায়ই ক্যম্পাসে ও হোস্টেল রুমে বসে মাদকসেবন করেন। এতে তাদের বাধা দিলে শিক্ষার্থীদের মারধর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ