ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দারুল ইহসানের ডিগ্রিধারীদের এমপিওভুক্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
দারুল ইহসানের ডিগ্রিধারীদের এমপিওভুক্তির নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির (বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে মঙ্গলবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে’।

এছাড়াও উক্ত সনদের ভিত্তিতে এরইমধ্যে বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) গ্রহণ করবে।

 এ বিষয়ে ব্যবস্থা নিতে মাউশি ডিজিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারীরা উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালত বিভিন্ন সময়ে আবেদনকারীদের সনদ বৈধতা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তি হতে পারবেন।

***বেসরকারি কলেজে অধ্যক্ষ-ডিগ্রিতে উপাধ্যক্ষ নিয়োগ স্থগিত 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ