ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর সমাধিতে শেহাবি উপাচার্যের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
বঙ্গবন্ধুর সমাধিতে শেহাবি উপাচার্যের শ্রদ্ধা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন অধ্যাপক ড. রফিক উল্লাহ খান

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রফিকউল্লাহ খান।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার (৫ সেপ্টম্বর) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এ সময় জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন ড. রফিকউল্লাহ খান।
 
এ সময় শেহাবির রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ নুরুন্নবী, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হোসেন টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ