ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির আবাসিক হল ১০ ঘণ্টা বিদ্যুৎহীন!

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
ইবির আবাসিক হল ১০ ঘণ্টা বিদ্যুৎহীন!

ইবি: কোনো প্রকার ঘোষণা ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল।

জানা যায়, আবাসিক হলগুলোর ট্রান্সমিটারটি অনেক পুরনো হওয়ায় বিভিন্ন সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

তাই পুরাতন ট্রান্সমিটার পাল্টিয়ে সেখানে নতুন ট্রান্সমিটার বসানোর কাজ চলেছে। যার কারণে আবাসিক হলে সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস। তবে বিদ্যুৎ সংযোগের বিকল্প কোনো ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। এমনকি দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার ব্যাপারে পূর্ব ঘোষণাও দেওয়া হয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছে আবাসিক হলের শিক্ষার্থীরা।

কোনো প্রকারের ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে হলের শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় আবাসিক হলগুলোতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। ভাদ্র মাসের প্রচণ্ড গরমে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় শিক্ষার্থীদের মাঝে গরমের তীব্রতা লক্ষ্য করা গেছে। অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের পড়াশোনার মনযোগ দিতে পারছে না বলে জানা যায়।  

গরমের হাত থেকে রেহাই পেতে অনেক শিক্ষার্থী হাত পাখা ব্যবহার করতে দেখা গেছি।  

এছাড়াও বিদ্যুতের সংযোগ না পাওয়ায় চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের ব্যক্তিগত ল্যাপটপ, মোবাইল ফোন।

বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এ আর রাশেদ বাংলানিউজকে বলেন, ‘কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে ১০ ঘণ্টা বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় বেশ বিপাকে আছি। শনিবার (৮ সেপ্টেম্বর) কোর্স ফাইনাল পরীক্ষা, বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমের কারণে চেয়ার টেবিলে বসতে পারছি না। ’ 

তাছাড়া পানির সংকটের কারণে বাথরুমেও যেতে পারছেন না বলেও জানান তিনি।

বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী শিরিন আক্তার বাংলানিউজকে বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় চার্জের অভাবে মোবাইল অফ হয়ে গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফোনে না পেয়ে পরিবারের লোকজন হয়ত আমাকে নিয়ে চিন্তা করছেন। ’

ঘোষণা ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী আলিমুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘আবাসিক হলগুলোর বৈদ্যুতিক ট্রান্সমিটারটি বেশ পুরনো। বিভিন্ন সময় মেরামতে করে ট্রান্সমিটারের মাধ্যমে আবাসিক হলে বিদ্যুৎ সাপ্লাই করা হচ্ছে। পুরাতন ট্রান্সমিটার পাল্টিয়ে সেখানে নতুন ট্রান্সমিটার প্রতিস্থাপন করা হচ্ছে। যার ফলে একটু সময় বেশি লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ