ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৯ দিনে কুবিতে ভর্তি পরীক্ষার আবেদন ১৪ হাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
৯ দিনে কুবিতে ভর্তি পরীক্ষার আবেদন ১৪ হাজার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর প্রথম নয় দিনেই আবেদন করেছেন ১৪ হাজার শিক্ষার্থী।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ভর্তি পরিক্ষা কেন্দ্রীয় কমিটির আইটি সেলের প্রধান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান রাজু।

এর আগে শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়।

চলবে রোববার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ নভেম্বর।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে। এছাড়া হেল্পলাইন নম্বরের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের তথ্য পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ