ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ভর্তি আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বেরোবিতে ভর্তি আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।  

সোমবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কয়েকটি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভর্তি পরীক্ষার বিভিন্ন উপ-কমিটি গঠন ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।    

এছাড়া আগামী ২-৬ ডিসেম্বর বিভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ