ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আত্মহত্যারোধে ইবিতে সচেতনামূলক পদযাত্রা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আত্মহত্যারোধে ইবিতে সচেতনামূলক পদযাত্রা ইবিতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন

ইবি: ‘আত্মহত্যা পরিহার করি, মূল্যবোধে জীবন গড়ি’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০১৮ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে ল' অ্যায়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভলপমেন্ট নামের আইন সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আত্মহত্যা পরিহার সচেতনতামূলক পদযাত্রা, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।  

সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের সামনে থেকে একটি পদযাত্রা বের করা হয়।

 

এতে অংশ নেন- এলএভিডিসির প্রতিষ্ঠাতা সভাপতি ও আইন শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোছা. শাম্মী আক্তার, ল’অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের লেকচারার শাহিদা আক্তার আশা প্রমুখ।

পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।  

সভায় বক্তব্য রাখেন- আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি কে এম নুরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আরমিন খাতুন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ