ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৪০৯ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৪০৯ কর্মকর্তা

ঢাকা: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪০৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সহযোগী অধ্যাপক পর্যায়ের এসব কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে সোমবার (১০ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে।

জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৫০০০০-৫২০০০-৫৪০৮০-৫৬২৫০-৫৮৫০০-৬০৮৪০-৬৩২৮০-৬৫৮২০-৬৮৪৬০-৭১২০০/- বেতনক্রমে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদানপূর্বক পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করবেন।

শিক্ষা ছুটি, উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রেষণ বা লিয়েনে কর্মরত পদোন্নতিপ্রাপ্তরা শিক্ষা ছুটি, উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রেষণ বা লিয়েন শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগ দেবেন।  

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে অর্থনীতি বিভাগের ৩২ জন, আরবি বিভাগের ৩ জন, ইসলামি শিক্ষায় ১০ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ২৮ জন, ইংরেজির ৩১ জন, ইতিহাসের ৩১ জন, উদ্ভিদবিদ্যার ৩০ জন, গার্হস্থ্য অর্থনীতির ২ জন, গণিতের ২৪ জন, দর্শনের ৩৩ জন, পদার্থবিদ্যার ১৯ জন, পরিসংখ্যানের ১ জন, প্রাণিবিদ্যার ২৪ জন, বাংলার ১৪ জন, ব্যবস্থাপনার ২৮ জন, ভূগোলের ৩ জন, মৃত্তিকা বিজ্ঞানের ১ জন, মনোবিজ্ঞানের ২ জন, রসায়নের ১৭ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৩০ জন, সমাজকল্যাণের ১১ জন, সমাজবিজ্ঞানের ৫ জন, হিসাববিজ্ঞানের ২৪ জন, বিজ্ঞানের (টিটিসি) ১ জন, শিক্ষার (টিটিসি) ৪ জন, শিক্ষা (গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং) ১ জন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ