ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘ইউনিট-১’র ভর্তি পরীক্ষা শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জবির ‘ইউনিট-১’র ভর্তি পরীক্ষা শুরু কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়। ছবি: বাংলানিউজ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির প্রমম বর্ষের ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা) এর সকাল শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়সহ মোট তিনটি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

সকাল শিফটের পরীক্ষা চলবে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ।

এরপর শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষার অন্য কেন্দ্রগুলো- পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, বাংলাবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ও ঢাকা কলেজিয়েট স্কুল।

এবার ‘ইউনিট-১’-এর ৮২৫টি আসনের বিপরীতে ২৬,৪০৫ জন ভর্তিচ্ছু লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। ভর্তিচ্ছুদের মধ্যে সকালের শিফটে ১৩,২৪১ জন এবং বিকেলের শিফটে ১৩,১৬৪ জন নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার কেন্দ্রে সব ধরনের ডিজিটাল বা ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন করা নিষিদ্ধ। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ভর্তিচ্ছুদের সার্চ করে কেন্দ্রে প্রবেশ করানো হয় ।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
কেডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।