ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির বিশেষায়িত বিভাগে ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর শুরু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জবির বিশেষায়িত বিভাগে ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর শুরু  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণীর বিশেষায়িত বিভাগসমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে। 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে জবি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষায়িত বিভাগের মধ্যে সংগীত বিভাগের ৪০টি আসনের বিপরীতে ২২৩ জন পরীক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।

 

এই বিভাগের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর (শনিবার) বেলা ১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের ৪র্থ তলায় (কক্ষ # ৪০১, ৪০২, ৪০৩ ও ৪০৪) অনুষ্ঠিত হবে।  

এরপর ৩১ অক্টোবর (বুধবার) সংগীত বিভাগে (ইউটিলিটি ভবন, ৪র্থ তলা) ১ থেকে ১১২ পর্যন্ত ৪০১ নং কক্ষে এবং ১১৩ থেকে ২২৩ পর্যন্ত পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ৪০২ নং কক্ষে হবে। এছাড়া চারুকলা বিভাগের ৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫৪৭ পরীক্ষার্থী।  

এই বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৭ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের বাংলা ও ইতিহাস বিভাগে হবে এবং ৩০ অক্টোবর (মঙ্গলবার) ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।  

এছাড়া ৩১ অক্টোবর (বুধবার) থেকে ১ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত) ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা চারুকলা বিভাগে (ইউটিলিটি ভবন) হবে।

অপরদিকে নাট্যকলা বিভাগের ৪০টি আসনের বিপরীতে ১৬৯ জন পরীক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এ বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর (সোমবার) সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের ৪০৩ ও ৪০৪ নং কক্ষে হবে।  

এরপর ২৯ অক্টোবর (সোমবার) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ থেকে ২৫ পর্যন্ত এবং দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৬ থেকে ৫০ পর্যন্ত; ৩০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৫১ থেকে ১০০ পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০১ থেকে ১৬৯ পর্যন্ত পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নাট্যকলা বিভাগে (৬ষ্ঠ তলা, ইউটিলিটি ভবন) হবে।

এছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ৩০টি আসনের বিপরীতে ৪০৭ জন পরীক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।  

এ বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা ২৮ অক্টোবর (রোববার) দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের বাংলা বিভাগে (৩৩১, ৩৩২, ৩৩৩, ৪০২ নং কক্ষ) ও ইতিহাস বিভাগে (৩২৫, ৩২৬, ৩২৭ ও ৪০১ নং কক্ষ) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে ১ নভেম্বর।  

এরপর ৪ নভেম্বর (রোববার) ও ৫ নভেম্বর (সোমবার) লিখিত পরীক্ষায় উর্ত্তীণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে  পরীক্ষার হলে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মূল প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।  

সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
কেডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।