ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে ২ দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
খুবিতে ২ দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে হেকেপ সিপি-৪০৩৫ প্রকল্পের আওতায় বায়োকম্পোজিটস অ্যান্ড ন্যানোকম্পোজিটস শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়ছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে খুবির আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, দেশে এখন নানামুখী উন্নয়ন ও গবেষণা চলছে।

তবে এসব যাতে পরিবেশবান্ধব হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ প্রেক্ষাপটে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা কৃষি ফসলের বর্জ্য ব্যবহার করে পার্টিকেল বোর্ডসহ পরিবেশ সম্মত যে সমস্ত জিনিস উদ্ভাবন করেছেন অবশ্যই তা প্রশংসার দাবি রাখে। এটা আমাদের দেশের জন্য বড় সুখবর।

বিশ্ববিদ্যালয়ের গবেষণায় খুলনা সিটি করপোরেশনের কোনো সহযোগিতা লাগলে তা দেওয়া হবে বলেও ঘোষণা দেন এবং এমন একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশার বিষয়টি তুলে ধরে বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৯ সালে গৃহীত উচ্চশিক্ষার মান্নোয়ন প্রকল্প হেকেপের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রকল্পটি এ বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। তবে আরও একটি প্রকল্প আগামী বছর জুলাই থেকে চালু হবে বলে আশা করা হচ্ছে।

এসময় কেসিসি মেয়র, ইউজিসি সদস্যসহ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপানসহ দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী যারা এ সম্মেলনে যোগ দিয়েছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. এনামুল হক, প্রকল্পের ইনোভেশন সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. মো. ইফতেখার শামস প্রমুখ।  

এখানে দেশি-বিদেশি বিজ্ঞানী ও গবেষক কয়েকটি নিবন্ধ উপস্থাপন করেন। ২৬ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় দ্বিতীয় টেকনিক্যাল সেশন এবং দুপুর আড়াইটায় তৃতীয় টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।  

এ সম্মেলনে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ছয় জন বিজ্ঞানী ও গবেষক, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের গবেষক শিক্ষক ও শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষ অংশ নিচ্ছেন।  

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধানরা উপস্থিত ছিলেন।

হেকেপ সিপি-৪০৩৫ শীর্ষক এই গবেষণা প্রকল্পের শিরোনাম ‘ডিভেলপমেন্ট অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অব এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বায়োকম্পোজিটস আ্যন্ড বায়ো-ফুয়েল ফোরাম অ্যাগ্রিকালচারাল ওয়েস্টেজ টু মিট দ্যচ্যালেঞ্জেস অব টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি। ’

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমআরএম/এপি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।