ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তিচ্ছু ছাত্রীকে যৌন হয়রানি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জাবির ভর্তিচ্ছু ছাত্রীকে যৌন হয়রানি জাবির লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সি-১ ইউনিটে ভর্তিচ্ছু এক ছাত্রী ড্রয়িং শিখতে এসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন। লিখিত অভিযোগ দিলে সেই শিক্ষার্থী দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

বুধবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই ভর্তিচ্ছু ছাত্রী।

লিখিত অভিযোগে ওই ছাত্রী জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাবির সি-১ ইউনিটের অধীনে চারুকলা বিভাগে ভর্তির ভাইভার প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের নাসিম ঐশ্বর্য আহমেদের কাছে ড্রয়িং শিখতেন।

বুধবার (৩১ অক্টোবর) ড্রয়িং শিখতে ক্যাম্পাসে এলে নাসিম তাকে জিমনেসিয়ামের দুই তলায় নিয়ে যান। এসময় নাসিম তাকে শরীরের আপত্তিকর অঙ্গের ছবি আঁকতে বলেন। এক পর্যায়ে নাসিম অভিযোগকারীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। অভিযোগকারী নিষেধ করলে নাসিম বলে ‘এটাই শেখানোর নিয়ম’।

অভিযোগের বিষয়ে জনতে চাইলে নাসিম ঐশ্বর্য আহমেদ নিজের দোষ স্বীকার করে বলেন, ওই সময়ে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। পরবর্তীতে তিন মিনিট পর যখন আমি বুঝতে পারি কাজটি ঠিক হচ্ছে না তখন আমি নিজেকে সামলে নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পরে আমি অভিযোগকারী শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভর্তিচ্ছুদের পড়ানোর কোনো নিয়ম নেই। যারা এ নিয়ম ভঙ্গ করছে তাদের বিরুদ্ধেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।