এছাড়া পরীক্ষার প্রথম দিনে আট পরীক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে। এরমধ্যে ভোলায় চারজন, বরিশালে দু’জন ও বরগুনায় দু’জন পরীক্ষার্থী রয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ৮২২ জন, ঝালকাঠি জেলায় ৩৩৮ জন, পিরোজপুর জেলায় ৩৭২ জন, পটুয়াখালী জেলায় ৬৩৫ জন, বরগুনায় ৩৩৮ জন ও ভোলায় ৭৫১জন রয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।
তিনি জানান, এবার বরিশালে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিলো।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
এমএস/এএটি