বৃহস্পতিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কেক কেটে আনন্দশালার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে আনন্দশালার ভবন নির্মাণের ব্যয় বহন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আনন্দশালা ভবন নির্মাণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবন বিকাশে সহযোগিতার জন্য প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, আনন্দশালার পরিচালক (অনারারী) অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসএইচ