ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
ডুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)

গাজীপুর: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সোমবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। 

রোববার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওইদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম শিফটে সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পুরকৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় শিফটে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা। তৃতীয় শিফটে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।  

এবছর আটটি বিভাগে ৬৫৪ (কোটাসহ) আসনের বিপরীতে মোট ১২ হাজার ১১৬ জন শিক্ষার্থী আবেদন করেন। অর্থাৎ গড়ে একটি আসনের জন্য লড়বেন প্রায় ১৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে যাচাই-বাছাই শেষে বিভাগ ওয়ারি হিসেবে প্রথম শিফটে পুরকৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ২ হাজর ৬৩৩ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬২টি আসনের বিপরীতে ৫৮২ জন, স্থাপত্য বিভাগের ৩২টি আসনের বিপরীতে ৪৬৩ জন ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ৫০৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।  

দ্বিতীয় শিফটে যন্ত্রকৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ২ হাজার ৭৮ জন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২৪টি আসনের বিপরীতে এক হাজার ৭৫৪ জন পরীক্ষা দেবেন। তৃতীয় শিফটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ২ হাজার ৮১৪ জন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে এক হাজার ২৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
 
ভর্তি বিষয়ক যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.duetbd.org-এ পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৮ 
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।