বুধবার (৭ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরই মানববন্ধন কর্মসূচি ডাকা হয়।
গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৬৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০০ টাকা করার কথা বলা হয়।
তাদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ ৭৫০০ টাকা ফি নেওয়ার সিদ্ধান্ত নেয় বুধবার। কিন্তু শিক্ষার্থীরা এ ফি বৃদ্ধিও মানার যৌক্তিকতা দেখছেন না।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আগামী ৫ বছর ফি বাড়ানো হবে না, অতীতের এমন প্রতিশ্রুতি থেকে সরে এসেছে প্রশাসন।
তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সাল থেকে যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে, সেই হিসাবে এ বছর ২৪ শতাংশ ফি বাড়ানোর কথা। কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১০ শতাংশ বাড়ানো হয়েছে।
আগামী ১১ নভেম্বর থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
ওএইচ/