ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি হলো রাঙামাটির বাঙ্গালহালিয়া কলেজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
সরকারি হলো রাঙামাটির বাঙ্গালহালিয়া কলেজ

ঢাকা: রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় অবস্থিত বৃহত্তর চন্দ্রঘোনা থানাধীন ‘বাঙ্গালহালিয়া কলেজ’ জাতীয়করণ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারিকরণের সম্মতি পাওয়ার পর বুধবার (৭ নভেম্বর) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
 
আদেশে পরবর্তী পদক্ষেপ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে কলেজের নিয়োগ, স্থাবর-অস্থাবর সম্পিত্তি হস্তান্তর ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপসহ কলেজের পরিদর্শন প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


 
অন্যদিকে, খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
 
চিঠিতে বলা হয়, দেশের যে সব ‍উপজেলায় কোনো সরকারি কলেজ নেই সে সব উপজেলায় একটি করে সরকারি কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সে আলোকে লক্ষ্মীছড়ি কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়।
 
২০০২ সালে প্রতিষ্ঠিত কলেজটি বোর্ডের অনুমোদনপ্রাপ্ত হলেও এমপিওভুক্ত নয়।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।