শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হলে ডিভাইসসহ সুদীপ্ত বাড়ৈ নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়।
পরে আটক ওই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে জালিয়াতি চক্রে জড়িত সন্দেহভাজন আরও তিন জনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আটক করা হয়।
আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর থানার বাহাদুরপুর গ্রামের জগদীশ বাড়ৈর ছেলে সুদীপ্ত বাড়ৈ, একই থানার আরুয়াকান্দি গ্রামের গান্ধী পোস্তার ছেলে সুভাষ পোস্তা, গোপালগঞ্জের কোটালীপাড়া থানার কোনাই ভিটা গ্রামের হরিদাশ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ এবং একই থানার লক্ষন্ডা গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জিজ্ঞাসাবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড খোন্দকার নাসিরউদ্দিন বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কঠোর নিরাপত্তার কারণে জালিয়াতি চক্রের সদস্যরা ডিভাইস নিয়ে প্রবেশ করলেও তা ব্যবহার করার আগেই তাদেরকে আটক করা হয়।
তদন্ত চলছে, তদন্ত শেষে আটক ওই চার যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
জিপি