মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ৭৬ ব্যাচের এবং কুমিল্লা আঞ্চলিক গ্রুপের শিক্ষার্থী খালেদ ও শাহজালাল আহত হন। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের ৭৭ ব্যাচের এবং ঢাকা আঞ্চলিক গ্রুপের শিক্ষার্থী শরীফ, সোহেল ও নাঈম আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীকে নিজেদের গ্রুপে রাখতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, সংঘর্ষের বিষয়টি মিমাংসার জন্য ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রলীগ ওদের নিয়ে বসবে। যদি সমাধান না আসে তবে প্রক্টরিয়াল বডি প্রশাসনিক ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসম্বের ১৯, ২০১৮
এনটি