ঢাকা: উচ্চশিক্ষা ও দেশের সার্বিক উন্নয়ন অঙ্গাঙ্গী জড়িত। সে কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা জরুরি।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ) আয়োজিত গোলটেবিলে বক্তারা এ অভিমত তুলে ধরেন।
‘ক্রিটিক্যাল রোল অব হায়ার এডুকেশন ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক গোলটেবিলে মূল বক্তব্য উপস্থাপন করেন আইইউবিএটির উপচার্য ড. আলিমুল্লাহ মিঞা।
মূল বক্তব্যে তিনি বলেন, ‘উন্নয়নের ধারায় মানুষকে আনতে হবে। দেশের ৮০ শতাংশ মানুষকে বঞ্চিত রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০ মানুষের পক্ষে কাজ করছে, যা দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ’
গোলটেবিলে অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অ্যাসেসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজের চেয়ারম্যান সিএম শফি সামী, ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ড. নুরুল ইসলাম, নর্থ-সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. দুর্গাদাস ভট্টাচার্য, ড. আলাউদ্দিন আহমেদ, বেনজির আহমেদ, এয়ার কমোডর (অব.) ইশতিয়াক ইলাহী প্রমুখ।
গোলটেবিলে সিএম শফি শামী বলেন, ইউজিসি হস্তক্ষেপ করলে উচ্চশিক্ষা ব্যাহত হবে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১