ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষক সমিতির সভাপতি অজিত, সম্পাদক সোহেল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
জাবি শিক্ষক সমিতির সভাপতি অজিত, সম্পাদক সোহেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম।

১৫টি পদের মধ্যে ১০টি পদ পেয়েছে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ এবং চারটি পদ পেয়েছে ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’।

সম্মিলিত শিক্ষক সমাজ থেকে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন, কোষাধ্যক্ষ পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মো. শামসুল আলম, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক সাঈদ ফেরদৌস।

অন্যদিকে বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাশ এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এ এ মামুন, অধ্যাপক রাশেদা আখতার, সহযোগী অধ্যাপক আয়শা সিদ্দিকা (রাশু) এবং সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন।

মোট ৫৮১ জন ভোটের মধ্যে ৫৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।