এর মধ্যে ভোলা জেলায় তিনজন, ঝালকাঠি জেলায় একজন ও পটুয়াখালী জেলায় একজন পরীক্ষার্থী।
আর অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬৯ জন, বরগুনায় ৪৮ জন, পটুয়াখালীতে ৭০ জন, পিরোজপুরে ৩৮ জন, ঝালকাঠিতে ৪৪ জন ও বরিশালে ১২৬ জন রয়েছেন।
এর ফলে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৮৭ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রশ্নফাঁসের কোনো গুজব বা অভিযোগ পাওয়া যায়নি। আর এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমএস/জেডএস