রোববার (৩ ফেব্রুয়ারি) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ সংক্রান্ত ধারা সিন্ডিকেটে অনুমোদন হয়েছে।
এ বিষয়ে গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্য ও রোকয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও রেগুলার কোর্সে যারা ডাবল মাস্টার্স করবে তারা ভোটার ও প্রার্থী হতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তের পর স্পষ্ট করা বলা হয়েছে কারা প্রার্থী হতে পারবে, কারা পারবে না।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসকেবি/এএ