ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাদকসেবনের ঘটনায় আটক জবির ৩ শিক্ষার্থী কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
মাদকসেবনের ঘটনায় আটক জবির ৩ শিক্ষার্থী কারাগারে

ঢাকা: মাদকসেবনের ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন- জবির গণিত বিভাগের ১৩তম ব্যাচের মো. শাহরিয়ার রহমান শান্ত (বহিস্কৃত), ম্যানেজমেন্ট বিভাগের ৯ম ব্যাচের আসাদুজ্জামান রুবেল ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১০ম ব্যাচের মো. নিক্সন।

এরআগে সোমবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ইয়াবাসেবন অবস্থায় আসগর আলী হাসপাতালের পাশ থেকে  তাদের আটক করে গেন্ডারিয়া থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।