ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইসিটি শিক্ষার জন্য সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
আইসিটি শিক্ষার জন্য সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষা এবং কম্পিউটার ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য দেশের বিদ্যুৎহীন শিক্ষা প্রতিষ্ঠানে সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা দিয়েছে।
 
এতে বলা হয়, শিক্ষার মাধ্যমিক স্তরে আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।

পাঠদান কার্যক্রম ইন্টার-অ্যাক্টিভ ও অশংগ্রহণমূলক করার লক্ষ্যে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের গুরুত্ব রয়েছে। বিদ্যুৎ সংযোগের অভাবে অনেক প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব নেই। এসব কারণে দেশের যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেই সেসব প্রতিষ্ঠানে দ্রুত সংযোগের প্রয়োজনীয়তা রয়েছে।
 
‘বর্ণিতাবস্থায় যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেই সেখানে দ্রুত সংযোগ দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ