ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে সরকার

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষার প্রতি যেমনি গুরুত্ব দেওয়া হচ্ছে, তেমনি মানুষও শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মিলনায়তনে শাইয়ান ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সত্যিকারের শিক্ষায় ছেলে-মেয়েদের শিক্ষিত করতে সব অভিভাবকই সচেতন উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।

সোনার বাংলা গড়তে হলে, সোনার ছেলে গড়তে হবে। দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি ছেলে-মেয়েদের পড়াশোনার মান ও খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।

প্রশাসন ও শিক্ষকদের উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বলেন, পরীক্ষায় নকল করার প্রবণতা বন্ধ করতে হবে। পরীক্ষায় নকল বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নকল করতে দেওয়া মানে তাদের জীবন ধ্বংস করা। শিক্ষার্থীদের সঠিক পথে চলার পথ দেখান। সত্যিকারের মানুষ হিসেবে তাদের গড়ে তুলুন। তারা যেন গুণী মানুষ হয়ে সত্যিকারের সুনাগরিক হতে পারে।  

শাইয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ড. আছাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকার আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, শাইয়ান ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হাসনীন জাহান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকা, ধনবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ধনবাড়ী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থী, সেরা শিক্ষক এবং সেরা প্রতিষ্ঠানকে বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ