ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
জবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

শুক্রবার (১ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।  

সমাবর্তন আয়োজন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও সান্ধ্যকালীন ডিগ্রিধারী সব শিক্ষার্থীরা যারা অন্তত একটি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন তারাই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

সমাবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও  http://convocation.jnu.ac.bd এ ঠিকানায় বিস্তারিত উল্লেখ করে ও নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সমাবর্তন গ্রাউন শিক্ষার্থীদের ফেরত দিতে হবে না।  

রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচি অনুযায়ী সমাবর্তন আগামী নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
কেডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ