ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সারা পৃথিবী আমাদের নকল করবে

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
সারা পৃথিবী আমাদের নকল করবে বিজ্ঞান অলিম্পিয়াড উৎসবে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

শেকৃবি: জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন,  তোমরা ভবিৎষতের বিজ্ঞানী। একদিন তোমরাই বাংলাদেশকে আরেক উচ্চতায় নিয়ে যাবে। নিজেরাই নিজেদের অনেক কিছু তৈরি করবে, যা দেখে সারা পৃথিবী তখন আমাদের নকল করবে। 

শুক্রবার (০৮ র্মাচ) বিকেলে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় অডিটরিয়ামে দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের হাতে হাতে আজ ল্যাপটপ পৌঁছে গেছে।

মোবাইলে টাকা পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় ঝামেলা কমছে। দিন বদলের যুগে এখন বাংলাদেশ।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে তরুণদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে প্রতি বছর জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ বছর বিজ্ঞান অলিম্পিয়াডে সাতটি বিভাগের প্রায় ৬০০ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। নবম-দশম (বিদ্যালয় গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (কলেজ গ্রুপ) শ্রেণির বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে বিজ্ঞান অলিম্পিয়াড উৎসবে যোগদান করে।
বিকেল ৪টায় নির্বাচিত ৬০ জন শিক্ষার্থীর হাতে স্টাইপেন্ড, মেডেল সনদপত্র ও বিজ্ঞান বিষয়ক বই তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।  

ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক স্কুল পর্যায়ে প্রথম পাঁচ শিক্ষার্থীকে মাসিক আড়াই হাজার টাকা এবং কলেজ পর্যায়ে প্রথম পাঁচ শিক্ষার্থীকে মাসিক পাঁচ হাজার টাকা হারে এক বছর মেয়াদী শিক্ষা বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, র্মাচ ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ