ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘সীমারেখা অতিক্রম করলে আগামী প্রজন্ম প্রতিহত করবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
‘সীমারেখা অতিক্রম করলে আগামী প্রজন্ম প্রতিহত করবে’ লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান

সিলেট: বাঙালি জাতি হিসেবে আমাদের একটি লাল সীমারেখা আছে। আমরা সেই আত্মপরিচয়ে গৌরবান্বিত। স্বাধীনতার লাল সীমারেখা কেউ অতিক্রম করতে গেলে আগামী প্রজন্ম তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা চায় না আমরা আত্মপরিচয়ে পরিচিত হই। তাই মহান স্বাধীনতার লাল সীমারেখা কেউ পার হওয়ার দুঃসাহস যেনো না দেখাতে পারে।


 
বুধবার (২০ মার্চ) সিলেটে লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
তিনি গ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা শব্দটি বাঙালির জীবন সংগ্রামের স্বপ্ন। মাতৃভূমির সম্মান রক্ষায় তোমাদের তৈরি থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাঙালির দেশের উন্নয়নে অংশীদার হতে হবে, তবেই সম্মানিত হবেন।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনে সমাবর্তন একটি বিশেষ স্মরণীয় দিন। এই দিন সবার কপালে জুটে না। বিশ্ববিদ্যালয় দীক্ষা নিয়ে এই মুহূর্তে ইতিহাস তৈরি করেছেন। এবার স্ব স্ব অবস্থান থেকে নিজেদের দেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের বলেন, আমাদের জন্ম হয়েছে পরাধীন একটি দেশে। কিন্তু তোমাদের জন্ম হয়েছে একটি স্বাধীন দেশে। তাই স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালন করে একুশ শতকে বাঙালিতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কেননা, যারা অন্যের পরিচয়ে পরিচিত হয়, তাদের জন্য ধিক্কার ছাড়া আর কিছুই থাকে না।
 
সমার্বতনে ৩ হাজার ২০৭ জন শিক্ষার্থীকে ব্যাচেলর ডিগ্রি ও ১ হাজার ৫২৭ শিক্ষার্থীকে মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়।
 
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রিজ বোর্ডের চেয়ারম্যান রাগিব আলী, কোষাধ্যক্ষ বনমালি ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ