ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষের দুর্নীতি তদন্তের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষের দুর্নীতি তদন্তের দাবি সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষক-শিক্ষিকা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

রোববার (২৪ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।
 
সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করেছেন, অধ্যক্ষ সমীর কলেজটিকে তার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করে রেখেছেন।

কলেজটি সরকারি হওয়া সত্ত্বেও তিনি এখনো বেসরকারি নিয়মে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, বিভিন্ন পরীক্ষার ফি বাবদ লাখ লাখ টাকা আদায় করছে কোনো রশিদ না দিয়েই। কেবল শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ৭০ লাখ টাকা আদায় করা হলেও তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন।
 
এদিকে শনিবার (২৩ মার্চ) থেকে অধ্যক্ষের বিচারের দাবিতে কলেজে তালা লাগিয়ে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষক কর্মচারীরা। এতে কলেজটিতে বর্তমানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।  
 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সত্যজিৎ চৌধুরী, শিবু নারায়ন পাল, নজরুল ইসলাম, শ্যামলী চাকমা, রত্ন কুসুম চাকমা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ