ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববির কার্যক্রম চালুর নোটিশ শিক্ষার্থীদের প্রত্যাখ্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
ববির কার্যক্রম চালুর নোটিশ শিক্ষার্থীদের প্রত্যাখ্যান বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালু করার জন্য লিখিত নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে এই নোটিশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (০৬ এপ্রিল) রাতে কর্তৃপক্ষের দেওয়া এই নোটিশ প্রত্যাখ্যান করেন তারা।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নোটিশ দিয়েছে, সেটিকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিতভাবে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো আমরা। একইসঙ্গে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম রেখেই শিক্ষার্থীদের এ আন্দোলন চলবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রোববার (০৭ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালু থাকবে। একইসঙ্গে আবাসিক হলগুলোরও কার্যক্রম চালু হবে।

শিক্ষার্থীদের বাদ দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করায় আন্দোলনে নামেন ববি শিক্ষার্থীরা। এজন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম ইমামুল হক শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন। এর প্রতিবাদে আরও জোরদার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

শনিবার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চলমান এ সংকট নিরসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী, ‌শিক্ষক, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠক শেষেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বাংলা‌দেশ সময়: ০৬১৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।