ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, মে ১, ২০১৯
খুলনায় বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মঞ্চে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া প্রতিযোগিতা সমাপনী  অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উমেশ চন্দ্র পাবালিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদ।

খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় উমেশ চন্দ্র পাবালিক লাইব্রেরি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব আনিস মাহমুদ বলেন, জ্ঞান আহরণের জন্য বইপড়ার কোনো বিকল্প নেই। শৈশব থেকেই বইপড়ার আগ্রহী করে তুলতে হবে। বই হলো মানুষের সবচেয়ে বড় সাথী, বই বন্ধু হিসেবে কাজ করে। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সব শিক্ষার্থীকে লাইব্রেরিমুখি করতে হবে। এই প্রজন্মের শিক্ষার্থীরা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।

তিনি শিক্ষার্থীদের বেশি করে বইপড়ায় উৎসাহ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইকবাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির সহ সভাপতি প্রফেসর মাজহারুল হান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং যুগ্ম সম্পাদক মাসুদ মাহমুদ।

পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় মহানগরীর ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৬০জন শিক্ষার্থী অংশ নেয়।

সকালে একইস্থানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহামুদ বইপড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।

বাংলাদেশসময়: ২১৩৯ ঘণ্টা,  এপ্রিল ৩০,  ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।