ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসির পুনঃনিরীক্ষণে বরিশালে ১৩০ জনের ফল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ১, ২০১৯
এসএসসির পুনঃনিরীক্ষণে বরিশালে ১৩০ জনের ফল পরিবর্তন

বরিশাল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৯-এর পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

শনিবার (১ জুন) দুপুরে বোর্ডের ওয়েব সাইটে পুনঃনিরীক্ষণে ফলাফল বদলানো আবেদনকারী পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়।  

বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসির ফল প্রকাশের পর বিষয় ভিত্তিক পুনঃনিরীক্ষণের জন্য ১৫ হাজার ৯৮৫টি আবেদন করেন ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী।

 

এর মধ্যে মাত্র ১৩০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১৪ পরীক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছে ৪২ জন।  

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বাংলানিউজকে জানান, গণিত বিষয়ের পুনঃনিরীক্ষণের আবেদন বেশি পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০১, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।