ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের মাধ্যমে প্রথমবর্ষ সম্মান ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক বাংলানিউজকে মোবাইল ফোনে আপিল করার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উত্তরপত্র মূল্যায়নের একপর্যায়ে ভুল পরিলক্ষিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৯ ডিসেম্বর নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেছিল। এর ফলে কিছু শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট নতুন পরীক্ষা না নিয়ে কিভাবে উদ্ভুদ সমস্যার সমাধান করা যায় তা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ ড. জাফর ইকবালের পরামর্শ নেন। পরে নতুন করে পরীক্ষা না নিয়ে প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্ন বাদ দিয়ে নতুন করে উত্তরপত্র মূল্যায়নের সিদ্ধান্ত দেয়।
বিস্তারিত আসছে...
বাংলাদেশ সময়: ২২০৭ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১১