ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির বাজেট পাস, সমাবর্তনে থাকছে বরাদ্দ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
জবির বাজেট পাস, সমাবর্তনে থাকছে বরাদ্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত (রাজস্ব) বাজেট ১১৭ কোটি ৩২ লাখ টাকা এবং ২০১৯-২০ অর্থবছরের ১৩২ কোটি ৭০ লাখ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস হয়েছে। 

রোববার (৩০ জুন) দুপুরে অর্থ কমিটির ৬০তম সভায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এক সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. মীজানুর রহমান।

 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত (রাজস্ব) বাজেট ১১৭ কোটি ৩২ লাখ টাকা এবং ২০১৯-২০ অর্থবছরের ১৩২ কোটি ৭০ লাখ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস হয়েছে। যার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ ১০৩ কোটি ১৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৮ কোটি ও ঘাটতি ১১ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়া ঘাটতি অর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সম্পূরক বাজেট প্রস্তাব চাওয়া হবে বলে জানা যায়।

পাস হওয়া বাজেটে গবেষণা ও উদ্ভাবনী খাতে ১ কোটি ৭০ লাখ টাকা, শিক্ষা উপকরণ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি ক্রয় খাতে ১ কোটি ৫০ লাখ টাকা, গাড়ি রক্ষণাবেক্ষণ খাতে ১ কোটি টাকা, বৈদ্যুতিক সরঞ্জাম খাতে ৩ কোটি, অগ্নি নির্বাপণ খাতে এবারই প্রথম ৫ লাখ টাকা, তথ্যপ্রযুক্তি সরঞ্জামাদি খাতে ৭ লাখ, বইপত্র, সাময়িকী ক্রয় খাতে (লাইব্রেরি) ৫৪ লাখ, প্রকাশনা খাতে বাজেট ২০ লাখ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনা ব্যয় দুই কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।   

এছাড়া সমাবর্তন খাতে ৩.৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সমাবর্তনে অংশগ্রহণকারীদের আবেদন ফি’র অতিরিক্ত। পরিবহন খাতে দু’টি মিনিবাস (এসি) ও ছাত্র-ছাত্রীদের জন্য একটি বড় বাস কেনার জন্য মোট ১ কোটি ৮০ লাক টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থয়ানে ক্রয় প্রক্রিয়াধীন ষোলটি গাড়ির অতিরিক্ত ব্যয় বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
কেডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।