ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেষ হলো খুবিতে দু’দিনব্যাপী সিএসই ফেস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
শেষ হলো খুবিতে দু’দিনব্যাপী সিএসই ফেস্ট

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ও এর শিক্ষার্থীদের সংগঠন ক্লাস্টার ক্লাব আয়োজিত দু’দিনব্যাপী সিএসই ফেস্ট ২০১৯ শেষ হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রুবিক্স কিউব অ্যান্ড তাকলা ডিকোডিং আয়োজনের মধ্য দিয়ে ফেস্ট শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষার্থীরা নাচ-গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দেশের শীর্ষ ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

ক্লাস্টার ক্লাবের উপদেষ্টা ও সিএসই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. কাজী মাসুদুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিএসই ডিসিপ্লিনের অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার, ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, প্রভাষক আয়েশা আক্তার, অতনু সোম, জাভেদ আল ফয়সাল প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টসে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- ক্লাস্টার ক্লাবের সাইমুম ইসলাম, মো. কামরুল হাসান, ইমামুল হক মান্না, মোস্তাক আহমেদ পলক, মো. আব্দুল লতিফ, এসএম মেহেদী হাসান, সামিয়া শারনামী, হাফসা সুলতানা, মুক্তি হাসান প্রান্ত।

এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি থেকে ফেস্টের উদ্বোধন করেন খুবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।