ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

ঢাকা: ভারতের ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ এ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।  

বার্তায় প্রফেসর ড. সামসুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে চলেছেন।

বাঙালি জাতিকে বিশ্ব দরকারে মর্যাদার আসনে আসীন করেছেন। তিনি এই অ্যাওয়ার্ড লাভ করায় দেশ ও জাতির সম্মান ও গৌরব বৃদ্ধি পেয়েছে।  

প্রধানমন্ত্রীর সুস্থ ও দীর্ঘ কর্মজীবন কামনা করেন বশেফমুবিপ্রবি উপাচার্য।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।