ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বরিশালে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবিতে বিক্ষোভ

বরিশাল: ৫৭তম শিক্ষা দিবস উপলক্ষে বরিশালে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখা। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের সদর রোডে তারা এ কর্মসূচি পালন করে।  

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধনে দেশে শিক্ষা বাণিজ্যকরণ বন্ধ করাসহ শিক্ষার ব্যয় বাড়ানো বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশে আজ শিক্ষা নীতি ধনীর জন্য।

এ নীতি কোনো স্বাধীন দেশে চলতে পারে না। আজ আমরা মহান শিক্ষা দিবসে মানববন্ধনে যারা দাঁড়িয়েছি, তারা কেউ কোটি টাকার চাঁদাবাজি করি না। আমরা চাই, এদেশে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করা হোক।  

এসময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নিলিমা জাহান, বিএম কলেজ ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, জিসান, সাগর দাস ও টুম্পা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।