ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাজীপু‌রে সাংবা‌দিক‌-বাউ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
গাজীপু‌রে সাংবা‌দিক‌-বাউ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময় মত‌বি‌নিময় সভায় বক্তব্য রা‌খছেন বাউ‌বি উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপু‌রের সাংবা‌দিক‌দের স‌ঙ্গে বাংলা‌দেশ উন্মুক্ত বিশ্ব‌বিদ্যাল‌য়ের (বাউ‌বি) উপাচা‌র্যের মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (৩০ সে‌প্টেম্বর) দুপু‌রে বাউ‌বি উপাচার্যের স‌ম্মেলন ক‌ক্ষে এ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

সভায় বক্তব্য রা‌খেন বাউ‌বি উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান, প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকা‌দ্দেম হো‌সেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হো‌সেন, ডিন অধ্যাপক সু‌ফিয়া বেগম, রে‌জিস্ট্রার ড. শ‌ফিকুল আলম, গাজীপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি মো. ম‌জিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ।

সভায় বাউ‌বির উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান ব‌লেন, শিক্ষার মহাসরণী‌তে প্রচ‌লিত স্কুল-ক‌লেজ-বিশ্ব‌বিদ্যালয়ে নানা কার‌ণে যা‌দের প‌ক্ষে অধ্যয়‌নের সু‌যোগ নেওয়া সম্ভব হয়‌নি ও কর্ম‌ক্ষে‌ত্রে দক্ষতা বৃ‌দ্ধির জন্য যা‌দের শিক্ষা গ্রহণ অপ‌রিহার্য, চাকরির পাশাপা‌শি তারাই এখা‌নে (বাউ‌বি) পাঠ গ্রহণ কর‌ছে। এসএসসি থে‌কে পিএইচডি ‌পর্যন্ত শিক্ষা প্রোগ্রাম বিশ্ব‌বিদ্যাল‌য়ে চালু র‌য়ে‌ছে। যেখা‌নে একা‌ধিক‌ বিষ‌য়ে অনার্স, মাস্টার্স ও প্র‌ফেশনাল মাস্টার্স ডি‌গ্রি র‌য়ে‌ছে।

‌তি‌নি আ‌রও ব‌লেন, বিশ্বমা‌নের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হি‌সে‌বে গ‌ড়ে তোলার ল‌ক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক‌ম্পিউটার দক্ষতা নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে। একইসঙ্গে একা‌ডে‌মিক প্রোগ্রামগু‌লোর গুণগত উৎকর্ষতা নি‌শ্চিত করা হ‌চ্ছে। গ্লোবাল যোগা‌যোগ, অনলাইন শিক্ষা ব্যবস্থা, ও‌পেন অ্যাডু‌কেশন রি‌সোর্স ও তথ্য প্রযু‌ক্তি নির্ভরতায় বিশ্ব‌বিদ্যালয়‌টি ভার্চুয়াল বিশ্ব‌বিদ্যাল‌য়ে উপনীত হ‌তে চ‌লে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।