ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
রাবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়ার ফোনালাপ ফাঁসের ঘটনায় তার পদত্যাগ দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (০২ অক্টোবর) রাতে মিছিলটি রাকসু ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মুর্শিদুল ইসলামের সঞ্চালনায় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি রাশেদ রিমন বাংলানিউজকে বলেন, উপ-উপাচার্যে ফোনালাপের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তাকে উপ-উপাচার্য হিসেবে বহাল রাখা হয়েছে। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হোক।  

সমাবেশ রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, উপ-উপাচার্যের অডিওর ব্যাপারে উপাচার্যকে বলেছিলাম। এ বিষয়ে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু কবে এ কমিটি গঠন করা হবে এ ব্যাপারে তিনি কিছুই জানাননি।  

মশাল মিছিলে রাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রাকসু আন্দোলন মঞ্চ ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।