ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফাহাদ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতীকী নাটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ফাহাদ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতীকী নাটক  বুয়েট শিক্ষার্থীদের প্রতীকী নাটক/ছবি: বাদল

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে প্রতীকী পথনাটক করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে বুয়েটের শহীদ মিনার চত্বর সংলগ্ন সড়কে প্রতিবাদী এ নাটক অনুষ্ঠিত হয়।  

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত এ নাটকে দেখা যায়, আবরারকে হলের রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে।

এরপর কয়েকজন মিলে অমানবিকভাবে নির্যাতন করছে ফাহাদকে। নৃশংস নির্যাতনের ফলে চরমভাবে আহত আবরার ফাহাদ পানি পানি বললেও তাকে পানি খেতে দেওয়া হয়নি। এসময় আবরারের ঘাতকেরা উল্লাস করে জামায়াত-শিবির বলতে থাকে।

নাটকের শেষ পর্যায়ে দেখা যায় আবরার ফাহাদের মরদেহের সামনে চিৎকার করে তার মা কান্নাকাটি করছে। নিহত আবরারের সহপাঠী ও বন্ধুরা খুনিদের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে নাটকের শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।