ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে কুমিল্লা বোর্ডের সেরা ১০ স্কুল

সাইফুল ইসলাম স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
জেএসসিতে কুমিল্লা বোর্ডের সেরা ১০ স্কুল

লক্ষ্মীপুর: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা বোর্ডের প্রকাশিতব্য ফলাফলে সেরা দশের তালিকায় ফেনী গার্লস ক্যাডেট কলেজের স্থান প্রথম।

এ প্রতিষ্ঠান থেকে ৫৬ জন ছাত্রী অংশগ্রহণ করে ৫৬ জনই জিপিএ-৫ পেয়ে কুমিল্লা বোর্ডে সেরা দশের তালিকায় প্রথম হয়েছে।

শতভাগ পাস ও জিপিএ ৫  পেয়েছে এ প্রতিষ্ঠানটি।
 
এরপরে ২য় অবস্থানে রয়েছে- কুমিল্লা ক্যাডেট কলেজ। ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৯ জন জিপিএ-৫  পেয়েছে।

৩য় হয়েছে- কুমিল্লা জেলা স্কুল। ৩শ ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২শ ২১ জন জিপিএ-৫ পেয়েছে।

৪র্থ হয়েছে- কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়। ২শ ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১শ ৪৯ জন জিপিএ-৫ পেয়েছে।

৫ম হয়েছে- কুমিল্লা মডার্ন হাইস্কুল। ৯শ ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১শ ৬১ জন জিপিএ-৫ পেয়েছে।

৬ষ্ঠ হয়েছে- ফেনী সরকারি বালিকা বিদ্যালয়। ২শ ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৭ জন জিপিএ ৫ পেয়েছে।

৭ম হয়েছে- কুমিল্লার ইবনে তাহমিনা স্কুল অ্যান্ড কলেজ। ৫শ ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।

৮ম হয়েছে- ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ২শ ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।
৯ম হয়েছে- ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।   ১শ ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।

এবং ১০ম হয়েছে- নোয়াখালী জেলা স্কুল। ২শ ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে  জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।