ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিইসি বাতিলসহ ৭ দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
পিইসি বাতিলসহ ৭ দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন

বরিশাল: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধসহ সাত দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নগ‌রের সদ‌র রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার আহ্বায়ক সুজয় শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিসা মুনতাজের সঞ্চালনায় কনভেনশনে আলোচনা করেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপংকর চক্রবর্তী, বাসদ (মাক্সবাদী) বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য প্রিয়াংকা মিত্র প্রমুখ।

আলোচনায় বক্তারা শিক্ষাক্ষেত্রের নানা সংকট এবং সেগুলো থেকে উত্তোরণের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সব সচেতন মানুষ উদ্বিগ্ন। শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের ফলে শিক্ষার মূল যে লক্ষ্য, অর্থাৎ নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলা, সেই লক্ষ্যই ব্যাহত হয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে বছর বছর বেতন-ফি বাড়ানো হচ্ছে।

‘শিশুদের শৈশব ধ্বংসকারী পিইসি পরীক্ষা চালু আছে। ফলে শিশুর পিঠে ভারী স্কুল ব্যাগ আর পরীক্ষা-কোচিংয়ের ফলে দেখা দিচ্ছে শিশুদের মনোবৈকল্য। কিন্তু এই পরীক্ষার সঙ্গে লাখ লাখ টাকার কোচিং ও গাইড ব্যবসা জড়িত থাকায় ক্রমাগত আন্দোলনের পরেও এটি বন্ধ হচ্ছে না,’ যোগ করেন তারা।

অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়েও কথা বলেন আলোচকরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তর্ভুক্ত সাত কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পরিণত করাসহ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ